Recent Post

ণ-ত্ব বিধান

 



মূর্ধন্য ণ এর ব্যবহারের নিয়ম কেই ণ-ত্ব বিধান বলে 


মূর্ধন্য ‘ণ’ ব্যবহৃত হয় শুধু মাত্র তৎসম শব্দে।  অর্থাৎ যে সকল সংস্কৃত শব্দ গুলো বাংলা ভাষায় এসে অপরিবর্তিত ভাবে ব্যবহৃত হয়েছে সেগুলোকেই তৎসম শব্দ বলে। 

 

১.  যদি কোন শব্দের বানানে র, ( র্ক = রেফ), (্র,ত্র = রফলা ),ঋ, (ৃ = ঋ কার ), ষ, ক্ষ   এইগুলো থাকে এবং তার ইমিডিয়েট পরেই '' ব্যবহৃত হয়। 

উদাহরণ : ধারণ ,  বর্ণ ,  ব্রণ , ঋণ , ভাষণ , ক্ষণ 


২.  যদি কোন শব্দের বানানে র, ( র্ক = রেফ), (্র,ত্র = রফলা ),ঋ, (ৃ = ঋ কার ), ষ, ক্ষ   এইগুলো থাকে এবং পরে অন্য কোন বর্ণ থাকে তাহলে 'ন' ব্যবহৃত হবে। 

উদাহরণ : গর্জন (গ + রেফ + + ) , মূর্ধন্য এর নিজের বানানেই 'ন' কারণ (ম + উ + রেফ + + )


৩.  যদি কোন শব্দের বানানে র, ( র্ক = রেফ), (্র,ত্র = রফলা ),ঋ, (ৃ = ঋ কার ), ষ, ক্ষ + স্বরবর্ণ  /  ক - বর্গ = ক,খ,গ,ঘ,ঙ /  প - বর্গ = প, ফ, ব, ভ, ম / য, য় , হ , ং = অনুঃস্বর, তার ইমিডিয়েট পরেই '' ব্যবহৃত হয়।

উদাহরণ : প্রাণ ( প + রফলা + + ) , প্রবীণ (প + রফলা + + + ) , কৃপণ 


৪. ট বর্গীয় (ট, ঠ, ড, ঢ,ণ) বর্ণের পূর্বে যুক্ত-ন '' হবে । যেমন :  ( + ট বর্গ )

উদাহরণ : কণ্টক, কণ্ঠ 


৫. উত্তর , পর, পার , চন্দ্র , রাম , নার , রবীন্দ্র , রূপ এই শব্দ গুলোর সাথে যদি আয়ন যুক্ত হয় তবে সেই অয়নের - ন   '' হবে । 


উদাহরণ : উত্তর + আয়ন  = উত্তরায়ণ 

    পর + আয়ন = পরায়ণ 

     রূপ + আয়ন  = রূপায়ণ 


৬.  প্র , পরি , নির এই শব্দ গুলোর সাথে যদি (নশ, নহ , নদ , নম , অন , হন ) এই ধাতু গুলো ব্যবহৃত হয় তবে ধাতু গুলোর-ন  '' হবে । 

উদাহরণ : প্র + নম = প্রণাম

    প্র + নেশ  = প্রণেশ   






৭. কিছু শব্দে স্বভাবতই '' হয়। 


চাণক্য মাণিক্য গণ          বাণিজ্য লবণ মণ

          বেণু বীণা কঙ্কণ কণিকা।

কল্যাণ শোণিত মণি          স্থাণু গুণ পুণ্য বেণী

          ফণী অণু বিপণি গণিকা।

আপণ লাবণ্য বাণী          নিপুণ ভণিতা পাণি

         গৌণ কোণ ভাণ পণ শাণ।

চিক্কণ নিক্কণ তূণ          কফণি (কনুই) বণিক গুণ

          গণনা পিণাক পণ্য বাণ।


৮. কিছু সমাসবদ্ধ (বেশির ভাগ ক্ষেত্রেই বহুব্রীহি সমাস) শব্দে '' ব্যবহৃত হয়। 

উদাহরণ :

গ্রামীণ  = গ্রামে থাকে যে। 

অগ্রণী  = অগ্রে আছেন যিনি। 


ব্যতিক্রম :

১. দেশি শব্দে '' ব্যবহৃত হয়না। 

উদহারণ : ধরন , ধারন। 


২. বিদেশী শব্দের বানানে '' ব্যবহৃত হয় না। 

উদহারণ : কর্নার , গভর্নর , ফার্নিচার , শ্রেনী।

 

৩. ক্রিয়াপদে ব্যবহৃত 'হবে না। 

উদহারণ : কারন , করুন 


৪. সমাসবদ্ধ শব্দে যদি উভয় পদের প্রাধান্য পায় তাহলে সেগুলোতে কখনোই ''  হবে না। 

উদহারণ : সর্বনাম (সর্ব অর্থ সকল এবং নাম অর্থ নাম ), দুর্নীতি, দুর্নাম। 


৫. তদ্ভব শব্দের ক্ষেত্রেও ''  হবে না। 

উদাহরণ : পুরান


৬. কিছু বিদেশী শব্দ যেগুলো দেশি শব্দ হিসাবে ব্যবহৃত হয় ঐ সকল শব্দে '' ব্যবহৃত হবে না। 

উদাহরণ : ঘন্টা , পান্ডা, ঠান্ডা, লন্ঠন  ,আন্ডা 


৮. অনেক প্রচলিত শব্দে যেমন : পরিবহন শব্দে ব্যবহৃত '' হয়ে আসছে। 


No comments