Recent Post

বি সি এস লিখিত এবং ভাইভা পরীক্ষা ও মানবণ্টন


লিখিত পরীক্ষা( ৯০০)

সাদারণ ক্যাডার
 পররাষ্ট্র, অ্যাডমিন, পুলিশ, কর, ইকোনোমিক , অডিট , তথ্য , ডাক , সমাজসেবা , পরিবার পরিকল্পনা



বিষয় 
        পূর্ণ মান
সময় 
বাংলা 
২০০
৪ ঘন্টা
ইংরেজী 
২০০
৪ ঘন্টা
বাংলাদেশ বিষয়াবলি
২০০
৪ ঘন্টা
আন্তর্জাতিক বিষয়াবলি
১০০ 
৩ ঘন্টা 
গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা
১০০ 
৩ ঘন্টা 
বিজ্ঞান ও প্রযুক্তি
১০০ 
৩ ঘন্টা 

***পাস নম্বর ৫০% অর্থাৎ ৪৫০ নম্বর পেলেই আপনি ভাইভা দিতে পারবেন । অর্থাৎ মোট ৪৫০ পেলেই হবে । তবে কোন বিষয়ে ৩০% এর কম নম্বর পেলে আপনি সে বিষয়ে কোনো নম্বর পাননি বলে বিবেচিত হবেন বা ৩০% এর নিচের নম্বর গুলি যোগ হবে না ।

ভাইভা (২০০)

লিখিত পরীক্ষায় পাশ করলে আপনাকে ভাইভার জন্য ডাকা হবে । ভাইভায় পাশ হচ্ছে ১০০ নম্বর ।
ভাইভা পাশ করলে তখন লিখিত ও ভাইভা নম্বর যোগ করে মেধাক্রম করা হবে । মেধাক্রম ও চয়েজ যদি ব্যাটে বলে মিলে যায় তাহলে ক্যাডার পাবেন । না পেলে নন ক্যাডার । নন ক্যাডারে  প্রথম শ্রেণীর (গেজেটেড / নন - গেজেটেড) ও দ্বিতীয় শ্রেণীর চাকরি দেওয়া হয় ।

*** আর যারা সাধারণ ক্যাডার ও প্রফেশনাল ক্যাডার দুটোই চয়েস দিয়েছে তাদের ৯০০ নম্বরের সাথে নিজের পঠিত বিষয়ে ২০০ নম্বরের পরীক্ষা দিতে হবে ।
প্রফেশনাল ক্যাডার (৯০০) 
ডাক্তার , ইঞ্জিনিয়ার , শিক্ষক, কৃষি , মৎস্য 

বিষয় 
        পূর্ণ মান
সময় 
বাংলা 
১০০
৩ ঘন্টা 
ইংরেজী 
২০০
৪ ঘন্টা
বাংলাদেশ বিষয়াবলি
২০০
৪ ঘন্টা
আন্তর্জাতিক বিষয়াবলি
১০০ 
৩ ঘন্টা 
গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা
১০০ 
৩ ঘন্টা 
নিজের পঠিত বিষয়
২০০
৪ ঘন্টা
***প্রফেশনাল ক্যাডারের ক্ষেত্রে  লিখিত ও ভাইভার সাথে পঠিত বিষয়ের নম্বর যোগ করে মেধাক্রম তৈরী করা হয় । 

No comments