বাংলা ভাষার শব্দ ভান্ডার
তৎসম শব্দ : যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সসারি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে, সেসব শব্দকে বলা হয় তৎসম শব্দ ।
তৎসম একটি পারিভাষিক শব্দ । এর অর্থ [ তৎ (তার) + সম (সমান)] = তার সমান অর্থাৎ সংস্কৃত ।
উদাহরণ : চন্দ্র , সূর্য , নক্ষত্র , ভবন , ধর্ম , পাত্র , মনুষ্য ইত্যাদি ।
তদ্ভব শব্দ : যেসব শব্দের মূল সংস্কৃত শব্দে পাওয়া যায় , কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে বাংলা ভাষায় স্থান করে নিয়েছে তাদের কে তদ্ভব শব্দ বলে ।
উদহারণ : হস্ত (সংস্কৃত) = হথ (প্রকৃত) = হাত (আধুনিক বাং;লা শব্দ) ।
চর্মকার (সংস্কৃত)= চম্মআর (প্রকৃত) = চামার (আধুনিক বাংলা শব্দ) ।
***** তদ্ভব শব্দ গুলো খাঁটি বাংলা শব্দ নামে পরিচিত ।
অর্ধ - তৎসম শব্দ : যে সকল শব্দ সংস্কৃত শব্দ হতে কিঞ্চিৎ পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় ব্যবহৃত হয়ে থাকে তাদেরকে অর্ধ - তৎসম শব্দ বলে ।
উদহারণ : জ্যোছনা থেকে জোৎস্না
ছেরাদ্দ থেকে শ্রাদ্ধ
গিন্নি থেকে গৃহিনী
বোষ্টম থেকে বৈষ্ণব
কুচ্ছিত থেকে কুৎসিত
****তৎসম মানে সংস্কৃত আর অর্ধ তৎসম মানে আধা সংস্কৃত ।